অনেক অনেক বছর আগে বিজ্ঞানী ইউক্লিড দেখিয়েছিলেন, আলো সোজা পথে চলে। তারপর বিজ্ঞানী আইজ্যাক নিউটন রঙধনুর রহস্যভেদ করে জানালেন, সূর্যের আলো আসলে সাত রঙের! আমরা জানলাম আলো প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে আশ্চর্য সুন্দর রঙের জগৎ সৃষ্টি করে। আরো পরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বললেন, “আলোও আসলে তরঙ্গ!” আর আলবার্ট আইনস্টাইন জানালেন যে আলো কণা হিসেবেও কাজ করে। আলো নিয়ে কত কিছু ঘটে গেছে দুনিয়ায়! তাই আলোর বিজ্ঞান জানাটা জরুরী এবং আনন্দময়। আলোর ঝলক বিজ্ঞানবাক্সের সাহায্যে ৮টি সায়েন্স এক্সপেরিমেন্ট করে আপনার সন্তান জানবে আলোর প্রাথমিক কিছু ধারণা। শুরু হবে তার বিজ্ঞান অভিযাত্রা!
আলোর ঝলক দিয়েই আপনার সন্তান পরিচিত হোক বিজ্ঞানের আলোর সাথে!
আলোর ঝলক বিজ্ঞানবাক্স ব্যবহার করতে করতে আপনার সন্তান শিখবে কীভাবে থ্রিডি গ্লাসে দুই চোখে ভিন্ন ছবি মিলে একত্রে এক আশ্চর্য অভিজ্ঞতা তৈরি করে, কীভাবে এইমস উইন্ডো দিয়ে চোখকে বিভ্রান্ত করা যায়, কীভাবে বেনহ্যাম ডিস্ক ঘুরিয়ে সাদা কালো ছবিতেও রঙের ইশারা দেখা যায়, আর কীভাবে গ্রেটিং গ্লাসে আলোকে সাতরঙ আলাদা করা যায়।
প্রাথমিক এই ধারণাগুলি শেখার পাশাপাশি তার মনে জন্ম নেবে আরও গভীর ভাবনা। সে জানতে চাইবে, কীভাবে মহাকাশযানের সোলার প্যানেল সূর্যের আলোয় বিদ্যুৎ তৈরি করে, কীভাবে ফাইবার অপটিকের আলো দিয়ে দূরে বার্তা পৌঁছায়, কিংবা কীভাবে বিশাল টেলিস্কোপে আকাশের তারা খুঁজে পাওয়া যায়! এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো একদিন সে হয়ে উঠবে একজন বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার!
আলোর ঝলক বিজ্ঞানবাক্সে আছে ৮টি সায়েন্স এক্সপেরিমেন্ট করার উপকরণ, এবং একটি সচিত্র ম্যানুয়াল বই, যাতে গল্পে গল্পে এক্সপেরিমেন্টগুলির বর্ণনা দেয়া আছে। এছাড়াও সে অ্যাপের মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবে। তাই আপনার সন্তান নিজে নিজেই সব এক্সপেরিমেন্ট করে ফেলতে পারবে!
3D চশমা
এইমস উইন্ডো
বেনহ্যাম ডিক্স
গ্রেটিং গ্লাস
ক্যালেইডোস্কোপ
পেরিস্কোপ
থমাট্রপ
নিউটনের বর্ণ চাকতি
কেন কিনবেন আলোর ঝলক ?
আপনার সন্তানের কল্পনাশক্তির বিকাশ ঘটবে। আলোর নানারকম থিওরি হাতে-কলমে করে সে প্রশ্ন করতে এবং ভাবতে শিখবে।
ডিজিটাল ডিভাইসে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে বাচ্চারা কিছুই শেখে না। শুধু তাই না, এটা আসলে খুবই ক্ষতিকর তার জন্যে। চোখ, মস্তিষ্ক, মনোযোগ সবকিছুরই ক্ষতি হয় এতে। ডিজিটাল অ্যাডিকশনের ক্ষতি কমিয়ে কোয়ালিটি টাইম দিতে আলোর ঝলক খুবই সহায়ক হবে।
তার মোটর স্কিল উন্নত হবে।মোটর স্কিল বলতে মূলত হাত ও আঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ ও সঠিক সমন্বয় বোঝায়। আলো নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে তার এই স্কিলগুলি উন্নত হবে।
এক্সপেরিমেন্ট করতে যদি আপনিও তাকে সাহায্য করেন আর বুঝিয়ে বলেন দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কীভাবে আলোর সূত্রগুলি কাজে লাগে তাহলে দুজনে মিলে কাটবে দারুণ কোয়ালিটি টাইম। ওর ভাই-বোন থাকলে, তারা দুজনে মিলে একসাথে তৈরি করতে পারবে কম্পাস, ম্যাগনেটিক নিক্তি, আর খেলতে পারবে বিভিন্ন গেম। এতে করে খেলা ও শেখা দুটোই হবে।