চ্যালেঞ্জটা যেকোনো জায়গায় বসে যে কেউ খেলতে পারবে। একটা অ্যালুমিনিয়াম লুপকে একটা তারের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। তবে শর্ত হলো, তারটি স্পর্শ করা যাবে না। স্পর্শ করলেই Buzzer বেজে উঠবে। শুনতে খুব সহজ মনে হলেও এটা সম্পন্ন করা বেশ কঠিন। দিতে হবে ধৈর্য আর মনোযোগের পরীক্ষা!
প্রথম লেভেলটিতে একটা সোজা তারের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে লুপটাকে। এটা অপেক্ষাকৃত সহজ। সমতল রাস্তায় সাইকেল চালানোর মতো অনেকটা
দ্বিতীয় লেভেলে একটা আঁকাবাঁকা তারের মধ্যে দিয়ে লুপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এটা যথেষ্ট কঠিন। অনেকটা পাহাড়ী রাস্তায় সাইকেল চালানোর সাথে তুলনা করা যায় একে।
তৃতীয় লেভেলটিতে লুপটিকে তারের মধ্যে দিয়ে মাঝপথ থেকে ঘুরিয়ে ওপরে নিয়ে আবার নিচে নামিয়ে শেষ প্রান্তে নিয়ে যেতে হবে। যেন একটা Scary roller coster ride!
পরিবারের সবাই মিলে পাবেন এক অসাধারণ আনন্দময় অভিজ্ঞতা
এই কিটটির একটা বড় বৈশিষ্ট্য হলো এটা Age independent. শিশুরা তো ব্যবহার করে আনন্দ পাবেই পরিবারের সকলে মিলে খেলতে এবং একে অপরকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। অবশ্যই সবাই মিলে একসাথে কোয়ালিটি টাইম কাটানোর এই অভিজ্ঞতা আপনার সন্তান Deserve করে।
সোশাল মিডিয়া আর ডিজিটাল ডিভাইসের আগ্রাসনে আমাদের সন্তানেরা দিনদিন হারিয়ে ফেলছে ধৈর্য এবং মনোযোগ। ফোকাস চ্যালেঞ্জ কিটটি ওদের মনোযোগ, একাগ্রতা এবং লেগে থাকার প্রবণতা বাড়াতে একটা Significant ভূমিকা রাখবে।
Cognitive ability অর্থাৎ জ্ঞানীয় ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে
বাড়ন্ত বয়সে শিশুদের প্রয়োজন এমন কিছু যা মস্তিষ্ককে Activate করে এবং তার আশেপাশের পরিবেশ থেকে Information নিয়ে সেটাকে Process করতে সাহায্য করে। এটাকে বলে Cognitive ability বা জ্ঞানীয় ক্ষমতা। ফোকাস চ্যালেঞ্জ কিটের তিনটি লেভেলের চ্যালেঞ্জ সম্পন্ন করতে শিশুদের মস্তিষ্ককে পুরোপুরিভাবে সজাগ এবং সক্রিয় অবস্থায় রাখতে হবে। এভাবেই বৃদ্ধি পাবে তাদের Cognitive ability.
Hand Eye coordination উন্নত করবে
ফোকাস চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জগুলি সম্পন্ন করতে গেলে একসাথে কয়েকটি অঙ্গ সক্রিয়ভাবে কাজ করবে। যেমন, চোখ, হাত, এবং মস্তিষ্ক। চোখ এবং হাতের এই সমন্বয় তাকে ফোকাসের চ্যালেঞ্জে সাহায্য করার পাশাপাশি দৈনন্দিন জীবনেও বিভিন্ন কাজ করতে সাহায্য করবে।
Motor skill এর চর্চা
৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মোটর স্কিল বাড়াতে আমাদের সর্বোচ্চ মনোযোগ দেয়া উচিত। আমাদের নিজেদের সাথে তাদের Interaction যেমন প্রয়োজন, তেমনই এমন কিছুতে তাদের engaged রাখতে হবে যেন তারা একটা movement এর মধ্যে থাকে, যেন তারা ঠায় মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে না থাকে। ফোকাস চ্যালেঞ্জ এর বিভিন্ন লেভেল খেলতে গেলে শিশুদের Fine motor skill এর উন্নতি হবে বিশেষভাবে।