তুমুল জনপ্রিয় এই গেমটি খুব সহজ এবং উত্তেজনাপূ্র্ণ! একটি এ্যালুমিনিয়াম লুপকে কপার তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে হবে স্পর্শ না করে, এটাই হচ্ছে গেম।
পরিবারের সবার কোয়ালিটি টাইম
এই গেমটি সবাই মিলে খেলা যায়। অবসর সময়ে বাসার সকলে মিলে প্রতিযোগিতা করে খেলতে পারেন। এতে সময় ভালো কাটবে, পারিবারিক বন্ধনও অটুট হবে।